হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে সংবাদ সম্মেলনে ইভটিজিংয়ের অভিযোগ সঠিক নয়

কেশবপুরে সংবাদ সম্মেলনে ইভটিজিংয়ের অভিযোগ সঠিক নয়

কর্তৃক Editor
০ মন্তব্য 77 ভিউজ

নিজস্ব প্রতিনিধি কেশবপুর (যশোর):

কেশবপুরের টিটাবাজিতপুর গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে আলমগীর হোসেন সোমবার সকালে কেশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে উল্লেখ করা হয়েছে যে,তার বিরুদ্ধে একই গ্রামের আবুল কাশেমের কন্যা তার বিরুদ্ধে কেশবপুর থানায় মিত্যা ইভটিজিংয়ের অভিযোগ এনে হয়রানি করছে।

প্রকৃত পক্ষে তিনি কোন ইভটিজিং এর সাথে জড়িত নন। প্রকৃত অর্থে তাদের সাথে দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিলো। তাদের অভিযোগে পুলিশ তদন্ত করে প্রমান পায়নি বলে জানায়। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ষড়যন্ত্র থেকে রেহাই পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে আলমগীর হোসেনের সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার আব্দুল হান্নান, বাইজিদ হোসেন ও ইমন আলী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন