আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তান ভারতকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আসলে বুধবার ভারতের চালানো ‘অপারেশন সিঁদুর’ এর জবাব দিয়েছে পাকিস্তান। তারা শনিবার (১০ মে) ভারতের বিরুদ্ধে অপারেশন ‘বুনইয়ান-উন-মারসুস’ নামে পাল্টা সামরিক অভিযান শুরু করেছে। কেন পাকিস্তান তাদের সামরিক মিশনের জন্য এই নামটি বেছে নিয়েছে? পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।
পবিত্র কোরআনের একটি আয়াত থেকে পাকিস্তান তাদের সামরিক অভিযানটির নামকরণ করেছে ‘বুনইয়ান-উন-মারসুস’। এর অর্থ ‘গলিত সিসা দিয়ে গড়া এক প্রাচীর’, যা মুসলিমদের শক্তি, ঐক্য ও দৃঢ়তার প্রতীক।
এই অভিযানের মধ্য দিয়ে পাকিস্তান তার মাটিতে ভারতের হামলায় নিহত শিশুদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।
‘বুনইয়ান-উন-মারসুস’ আরবি বাক্যাংশ। কুরআনের সূরা আস-সাফের ৪ নম্বর আয়াত থেকে বাক্যাংশটি নেওয়া হয়েছে। এটি সাধারণত এমন একটি বাহিনীর উপমা হিসেবে ব্যবহৃত হয় যারা ঐক্যবদ্ধভাবে, শক্তভাবে একত্রিত হয়ে যুদ্ধ করে।
এই নামটি পাকিস্তান ব্যবহার করেছে তাদের সামরিক অভিযানে ঐক্য, দৃঢ়তা এবং ধর্মীয় বৈধতার বার্তা পৌঁছে দিতে।
ভারত–নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি বন্দুকধারীদের এক হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার জেরে গত মঙ্গলবার পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ নামে অভিযান চালায় ভারত। এরপর দুদেশই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে।
তবে শনিবার পাকিস্তান দাবি করেছে, ভোরে তাদের তিনটি বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ভারত। এর একটি রাজধানী ইসলামাবাদের কাছাকাছি ছিল। তবে পাকিস্তানের বিমান প্রতিরক্ষাব্যবস্থা বেশির ভাগ ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে।
এরপরপরই অপারেশন ‘বুনইয়ান-উন-মারসুস’ নামে পাল।টা সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। এর অধীনে ভারতের ক্ষেপণাস্ত্র মজুতাগার ও একাধিক সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা করা হয়েছে।