হোম অন্যান্য কেন্দ্রীয় বাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটির কার্যক্রম স্থগিত

কেন্দ্রীয় বাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটির কার্যক্রম স্থগিত

কর্তৃক Editor
০ মন্তব্য 42 ভিউজ

নিউজ ডেস্ক:

রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাড়িতে চাঁদাবাজির ঘটনা সামনে আসার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে সব কমিটির কার্যক্রম স্থগিত করছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এই সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

রবিবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর শাহবাগে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান সংগঠনটির সভাপতি রিফাত রশিদ।

তিনি বলেন, বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি ব্যবহার করে নামে-বেনামে অনেকেই নানা ধরনের অপকর্মে লিপ্ত হয়ে পড়েছেন। সংগঠনটির অনেক সদস্য একাধিক রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত হয়ে পড়েছেন। সেসব রাজনৈতিক দলের শেল্টারে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে জুলাইয়ের অনেক যোদ্ধা নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়ছেন। যেটা নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

তিনি বলেন, কমিটি দেওয়ার আগেই আমরা সতর্ক করেছিলাম, কোনও ধরনের অপকর্ম বরদাস্ত করা হবে না। সেই মোতাবেক আমাদের অর্গানোগ্রামের সদস্যদের সঙ্গে একটি মিটিং হয়। মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটির কার্যক্রম আজ থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হচ্ছে।

পরবর্তী কার্যক্রম সম্পর্কে রিফাত রশিদ বলেন, পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সে সম্পর্কে আমরা আগে বসবো তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণ-অভ্যুত্থানের প্ল্যাটফর্ম। জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক কোনও কাজ এই প্ল্যাটফর্ম করবে না, সেটা আমরা স্পষ্ট করে বলতে চাই।

তিনি বলেন, যারা জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে এই সংগঠনটি বাঁচিয়ে রাখতে চান তাদের আমরা বলতে চাই, এখান থেকে আপনারা কোনও আর্থিক সহায়তা বা ক্ষমতা পাবেন না। তারপরও যারা কাজ করতে চান, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করবো।

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি বলেন, আজকের এই সংবাদ সম্মেলনের পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে কেউ যদি কোনও অপকর্ম করার চেষ্টা করে, আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন। কোনও সহযোগিতার প্রয়োজন হলে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরাও আপনাদের সহায়তা করবো।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন