হোম ফিচার কুলিয়ারচরে দোকান মালিকদের মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি :

বৈধ দোকান মালিকদের পক্ষে আজ ৮ সেপ্টেম্বর বুধবার বেলা ৩ টায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আগরপুর বাজারে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। আগরপুর বাজারের বৈধ দোকান মালিকদের উচ্ছেদ নোটিশের প্রতিবাদে এ মানবন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

মানববন্ধনে আগত ব্যাক্তিদের হাতে শোভা পাচ্ছিলো উন্নয়ন নাকি জীবন, উন্নয়নের নামে ধ্বংসাত্বক কর্মকান্ড বন্ধ করুন, উচ্ছেদ নোটিশ প্রত্যাহার করতে হবে, প্রকৃত মালিক গণের ন্যায় বিচার নিশ্চিত করুন, জীবন দেবো তবু জায়গা দেবোনা, অমানবিক আদেশ প্রত্যাহার চাই সহ বিভিন্ন ধরণের প্ল্যাকার্ড।

মানববন্ধনে আগত বক্তারা বলেন, অমানবিক আদেশ প্রত্যাহার করতে হবে। সে সাথে প্রকৃত মালিকগণের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে এর সুষ্ঠ সমাধান আশা করছি।

এ সময় উপস্থিত ছিলেন, ভিট মালিক ও সাবেক মেম্বার আব্দুল করিম, ভিট মালিক আল সাকী জাভেদ, আব্দুল মান্নান মেম্বার, নির্মল চন্দ্র মোদক, বীণা রাণী রবি দাস প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন