জাতীয় ডেস্ক :
কিশোরগঞ্জে ছিনতাই করার প্রস্তুতিকালে তিন কিশোরকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে কিশোরগঞ্জ শহরের বত্রিশ মনিপুরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন কিশোরগঞ্জ সদর উপজেলার মুসলিমপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. রায়হান (১৬), বত্রিশ এলাকার মো. হুমায়ন কবীরের ছেলে মো. বিপ্লব খান (১৫) ও ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামের মো. ইসলামের ছেলে মো. সাব্বির (১৬)।
র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, কিছুদিন ধরে একটি ছিনতাইকারী দল কিশোরগঞ্জ শহরসহ আশপাশের এলাকায় ইজিবাইক ছিনতাই, যাত্রাপথে যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা, মোবাইল ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়াসহ সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে আসছিল।
গোপনে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বত্রিশ মনিপুরঘাট এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের প্রস্তুতির সময় তিন কিশোরকে আটক করা হয়। এ ব্যাপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।