কালিগঞ্জ প্রতিনিধি :
কালিগঞ্জের নারায়ণপুর গ্রামের মহব্বত আলীর পুত্র রাজু হোসেন (৩৪) নামে এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, গত ১১ জুন ওই ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়।
১৪ জুন তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের নির্দেশে ও কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেনের সহযোগিতায় আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়।
আক্রান্ত ব্যক্তি রাজু হোসেন জানান, তিনি সাতক্ষীরায় গৃহশিক্ষক হিসেবে ছাত্র-ছাত্রীদের পড়াতেন।সম্প্রতি সে সাতক্ষীরা থেকে নিজের বাড়িতে চলে আসে। বর্তমানে শারীরিক ভাবে মোটামুটি সুস্থ আছেন বলে জানায় সে।