হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জে দূর্যোগ ঝুঁকি হ্রাস নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কালিগঞ্জে দূর্যোগ ঝুঁকি হ্রাস নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 86 ভিউজ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

কালিগঞ্জ উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ও ইউএসএআইডির খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রার সহযোগীতায় দূর্যোগ ঝুঁকি হ্রাস নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা অডিটরিয়ামে দূর্যোগ ঝুঁকি হ্রাস নেটওয়ার্ক বিষয়ক কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। নবযাত্রার আজিজুর রহমানের সঞ্চলনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রালে, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, নবযাত্রার ফিল্ড অফিস ম্যানেজার আশিক বিল্লাহ, ওয়াল্ড ফুড প্রোগ্রামের প্রতিনিধি মুকুল বিশ্বাস, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন প্রমূখ, কর্মশালায় এনজিও প্রতিনিধি জন প্রতিনিধি, সাংবাদিক, সরকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন