হোম অর্থ ও বাণিজ্য কামালপুর স্থলবন্দরে ‘মাটির শুল্ক’ চাওয়ায় পাথর আমদানি বন্ধ

কামালপুর স্থলবন্দরে ‘মাটির শুল্ক’ চাওয়ায় পাথর আমদানি বন্ধ

কর্তৃক Editor
০ মন্তব্য 92 ভিউজ

বাণিজ্য ডেস্ক:

বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের দ্বন্দ্বে অনেকটা অচল হয়ে পড়েছে জামালপুরের কামালপুর স্থলবন্দর। যে কারণে কাজহীন দিন কাটাচ্ছেন বন্দরে দুই শতাধিক মেশিনে কর্মরত প্রায় ৮ হাজার শ্রমিক।

শুল্ক স্টেশন থেকে স্থলবন্দরে রুপান্তরিত হওয়া জামালপুরের কামালপুর স্থলবন্দর উদ্বোধনের প্রায় তিন মাসে পেরিয়ে গেলেও কার্যক্রম পুরোপুরিভাবে শুরু করতে পারেনি কর্তৃপক্ষ।

মুসা আলী নামের এক শ্রমিক জানান, দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে পাথর আমদানি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ বাজারে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত ব্যবসায়ী ও বন্দর কর্তৃপক্ষের মধ্যে চলমান জটিলতা নিরসন করে বন্দর খুলে দিয়ে পাথর আমদানির করার দাবি জানান তিনি।

বন্দরের পাথর ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, পাথর এনে ব্যবসায়ীরা লাভবান না হতে পেরে আমদানি বন্ধ করেন। ভারত থেকে আসা পাথরের প্রতি ট্রাকে ২ থেকে ৩ টনের মতো মাটি আসে। অথচ, সেই মাটিরও শুল্ক দিতে হয়। এমতাবস্থায় রাজস্ব কর্তৃপক্ষের সঙ্গে বনিবনা না হওয়ায় পাথর আমদানি বন্ধ রয়েছে।

স্থলবন্দরে কোনো কর্মকর্তা না থাকলেও দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পরিদর্শক জাবেদী বিল্লাহ বলেন, ‘আমরা ব্যবসায়ীদের সেবা দিতে প্রস্তুত। কোনো পণ্য প্রবেশ না করলেও আমরা নিয়মিত অফিস করে যাচ্ছি। তবে পাথর আমদানি ঠিক কী কারণে বন্ধ রয়েছে তার আমার অজানা।’

তবে জামালপুরের জেলা প্রশাসক মো. শফিউর রহমান বলেন, ‘সাম্প্রতিক সময়ে স্থানীয়ভাবে কিছু সমস্যার কারণে বন্দরটির কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে আমরা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি।’

২০২১-২০২২ ও ২২-২৩ অর্থ বছরে কামালপুর স্থল বন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি হয়েছে ২ লাখ ৬৬ হাজার মেট্রিক টন। এতে সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় ১২ কোটি টাকা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন