কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় আল আরাফাহ্ ইসলামী ব্যাংক শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(২১ জানুয়ারী) সকালে পৌর সদরে এমআর ফাউন্ডেশন মার্কেটের দ্বিতীয় তলায় ব্যাংক ভবনে এ কম্বল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল আরাফাহ্ ইসলামী ব্যাংক কলারোয়া শাখা ব্যবস্থাপক মো. খালেদ আল মাসুদ, ব্যাংকের অপারেশন ম্যানেজার আফতাবুজ্জামান, পিন্সিপাল অফিসার মো: ইলাহী মিয়াসহ ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারী ও সূধিবৃন্দ। উপজেলার শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ শেষে অতিথিবৃন্দ ব্যাংকের অগ্রগতি ও সাফল্য কামনা করে কল্যানধর্মী ব্যাংকিং সেবায় সকলকে অংশ গ্রহণের আহŸান জানান।