হোম অন্যান্যসারাদেশ কলারোয়ার সোনাবাড়িয়ায় ‘একের আহবানে’ শীতবস্ত্র বিতরণ

কলারোয়ার সোনাবাড়িয়ায় ‘একের আহবানে’ শীতবস্ত্র বিতরণ

কর্তৃক Editor
০ মন্তব্য 105 ভিউজ

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:

কলারোয়ার সোনাবাড়িয়ায় ’স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘একের আহবানে’ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার(১২ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সমস্বয়ে গঠিত ‘একের আহবানে’ ওই কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব মীর খায়রুল কবির।

সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জামান চান্দুর, সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হারুন অর রশীদ, সাবেক প্রধান শিক্ষক ফকির আহম্মেদ।

এ সময় অন্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য, রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, মাস্টার স্বপন কুমার চৌধুরী, মাস্টার রুহুল কুদ্দছ, সাংবাদিক সরদার জিল্লুর রহমান, প্রেসক্লাব সদস্য সেলিম খান, তরিকুল ইসলামসহ শিক্ষক- শিক্ষার্থী ও সূধিবৃন্দ। উল্লেখ্য, সোনাবাড়িয়া ইউনিয়নের ২০০শত অসহায়,দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে বলে জানা যায়।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন