হোম অন্যান্যমতামত করোনা মোকাবেলায় বাংলাদেশ কোন পথে হাঁটছে ?

করোনা মোকাবেলায় বাংলাদেশ কোন পথে হাঁটছে ?

কর্তৃক
০ মন্তব্য 105 ভিউজ

জামালউদ্দীন (নিজস্ব প্রতিবেদক) :

কোভিড ১৯ নোবেল করোনা ভাইরাস বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র গুলোকে কায়িল করে ফেলেছে। সারা বিশ্ব যেন লক ডাইনের প্রতিযোগীতায় নেমেছে। কঠোর থেকে কঠোর। তবুও নিয়ন্ত্রনের বাইরে ভাইরাসটি। ধনী গরীব ডাক্তার প্রকৌশলী এমনকি রাষ্ট্র প্রধানকেও চিনছে না। ভাইরাসকে প্রতিহত করতে বিঞ্জানীরা যেন মহা আকাশের চেয়েও নতুন আবিষ্কারে মরিয়া হয়ে উঠেছে। সবাই যখন কুপোকাত। তখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও ঘনবসতি দেশ আমাদের বাংলাদেশ। আমাদের দেশের রাষ্ট্র প্রধান এ মহামারী মোকাবেলায় সত্যই কি যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করেছে! গত ২৫ শে মার্চ হতে সারাদেশ লক ডাউনের আওতায় নেওয়া হয়।

যা পরবর্তীতে ৩ দফা বৃদ্ধি করে আগামী ২৫ শে এপ্রিল পর্যন্ত নির্ধারন করা হয়েছে। জনমনে প্রশ্ন আমাদের দেশ নয় অনেক বড় বড় রাষ্ট্রগুলো লকডাউনের প্রতিশ্রুতি রক্ষা করতে পারছে না। আমাদের দেশ ২৫ তারিখে কি লকডাউন মুক্ত হবে? এমন নানা অজানা প্রশ্নে ভুগতে হচ্ছে জনসাধারনকে। এ দিকে আজ পর্যন্ত পর্যাপ্ত করোনা সনাক্ত মেশিন ও লোকবলের অভাবে খুড়িয়ে খুড়িয়ে ছলছে টেষ্ট কার্যক্রম। আজ ১৬ ই এপ্রিল করোনাই মৃত্যুর সংখ্যা ৬০ আক্রান্ত ১৫৭২।

বিভিন্ন জেলা পুরোপুরি লকডাউন করা হয়েছে। কতটুকু কার্যকর হচ্ছে লকডাউন! একজেলা থেকে অন্য জেলায় এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত বা প্রবেশ কোন ভাবেই থামছে না। কেন মানুষের মধ্যে রোগটির ভয়াবহ বিস্তারে তথ্য সঠিক ভাবে পৌছায়নি। নাকি আমলাতান্ত্রিক ও প্রশাসনিক জটিলতায় আইন প্রয়োগে কেন এত ঘাটতি? মানুষ খাবারের জন্য সামাজিক নিরাপত্তা তাচ্ছিল্য করে মহাসড়ক অবরোধ করছে। এদিকে রাতের আধারে শ্রমের কাজ করছে।

প্রতিদিন শত শত ট্রাক মানুষ এলাকায় ফিরছে। তারা কি সত্যই হোমকরেন্টইন মানছে? কিছু অসচেতন মানুষ দূর্যোগের মুহুর্তে সরকারী বরাদ্ধের চাল আত্সামৎ করছে। আবার কেউ সামাজিক নিরাপত্তা না মেনে যে জটলা তৈরী করছে তা খুবই দুঃখজনক। এই মূহুর্তে ঝুঁকিপূর্ন বাংলাদেশকে করোনা মোকাবলায় শতভাগ ঘরে রাখতে আইনের যথাযথ প্রয়োগ জরুরী। সাথে সকল পেশার মানুষ ও ধনী গরিব সকলের খাবারের নিশ্চয়তা প্রদানই করোনা মোকাবেলায় অত্যন্ত কার্যকারী বলে বিশ্লেষনকারীদের অভিমত।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন