আন্তর্জাতিক ডেস্ক:
করোনা মহামারি শেষ হলেও এখনো এই ভাইরাসের উৎপত্তি নিয়ে রয়ে গেছে রহস্য। এই ভাইরাস কোনো প্রাণীর দেহ থেকে এসেছে নাকি ল্যাব থেকে ছড়িয়েছে–তা নিয়ে এখনো চলছে তর্ক বিতর্ক। এবার মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) দাবি করল, এই ভাইরাস চীনের ল্যাব থেকেই ছড়িয়ে থাকতে পারে। এই আশঙ্কায় বেশি বলে মনে হচ্ছে তাদের।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, গতকাল শনিবার সিআইএর এক মুখপাত্র এই দাবি করেন। ল্যাব থেকে ছড়িয়ে পড়া তত্ত্বের পক্ষে সিআইএর এই অবস্থান নতুন কোনো গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে করা হয়নি বলেও জানান তিনি। এই মুখপাত্র বলেন, বিদ্যমান প্রমাণের পুনর্মূল্যায়নের ওপর ভিত্তি করে এই তথ্য পাওয়া গেছে।
করোনা কোনো প্রাণীর দেহ থেকে এসেছে নাকি ল্যাব থেকে ছড়িয়েছে–এ নিয়ে দীর্ঘদিন ধরেই নিজেদের অবস্থান জানিয়ে আসছে সিআইএ। তবে কখনো এ ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসার কথা জানায়নি মার্কিন সংস্থাটি।
রয়টার্স বলছে, বাইডেন প্রশাসন ক্ষমতা ছাড়ার কয়েকদিন আগে সিআইএর সাবেক প্রধান উইলিয়াম বার্নস সংস্থাটির বিশ্লেষক ও বিজ্ঞানীদের এ ব্যাপারে তাগিদ দেন। গুরুত্বপূর্ণ ব্যাপারটি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে বলেন তিনি।
এবার সিআইএ এ ব্যাপারে নিজেদের নতুন মূল্যায়ন জানাল। তবে এই মূল্যায়নে তাদের পুরোপুরি আস্থা এখনো আসেনি বলে সন্দেহ প্রকাশ করে সংস্থাটি। ট্রাম্প প্রশাসন জন র্যাটক্লিফকে সিআইএর নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার পরই এসব মূল্যায়ন সামনে আনা হলো। গত বৃহস্পতিবার দায়িত্বে বসেছেন জন র্যাটক্লিফ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ট্রাম্পের আগের মেয়াদেও এই দায়িত্বে ছিলেন জন র্যাটক্লিফ। আর করোনা উৎস নিয়ে ট্রাম্পের অবস্থানের সঙ্গে তিনিও এখনো একমত। ট্রাম্প বারবার এই ভাইরাসকে ‘চায়না ভাইরাস’ বলে অভিহিত করেছেন।
জন র্যাটক্লিফও বলে আসছেন, করোনা চীনের উহানের ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকে ছড়িয়ে থাকতে পারে। উহানের যে মাংসের বাজারে প্রথম এই ভাইরাস ছড়িয়েছে, তা ল্যাব থেকে ৪০ মিনিটের পথ।
এর আগে দায়িত্বে আসার পরদিন শুক্রবার সিআইএ প্রধান সংবাদমাধ্যম ব্রেইটবার্ট নিউজকে বলেন, করোনার উৎস নিয়ে সিআইএ নিরপেক্ষ অবস্থানে থাকুক, তিনি সেটা চান না।
তবে শনিবার সিআইএ যে দাবি করল তাতে তাদের তথ্যের ঘাটতি সিদ্ধান্তহীনতা বা পরস্পরবিরোধিতাও প্রকাশ পেয়েছে। করোনা মহামারির কারণ সম্পর্কে কোনো ঐকমত্য এখনো হয়নি। এ ছাড়া চীনও এবারের তথ্যকে অযৌক্তিক বলে অভিহিত করেছে। চীনা সংবাদমাধ্যম সিজিটিএনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর সারাবিশ্বে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। এতে ৭০ লাখের বেশি মানুষ মারা গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা।