আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের কেরালায় করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হওয়ার পর এ নিয়ে বাড়ছে আতঙ্ক। এ কারণে এবার দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোকে করোনার সংক্রমণ পর্যবেক্ষণে রাখার তাগিদ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া রোববার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, শুধু করোনা নয়, সব ধরনের শ্বাসযন্ত্রের রোগই নজরে রাখার তাগিদ দিয়েছে ডব্লিউএইচও। সম্প্রতি এই তাগিদ দেন সংস্থাটির দক্ষিণপূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক প্রধান পুনম খেতরাপাল সিং।
কেরালায় সম্প্রতি শনাক্ত হয়েছে করোনাভাইরাসের নতুন ধরন ‘জেএন.১’, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের বেশ কয়েকজন বিজ্ঞানী। তারা বলছেন, নতুন শনাক্ত এ ধরন করোনার আগের সব ধরনের চেয়ে বেশি সংক্রামক।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণপূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক প্রধান পুনম খেতরাপাল সিং এ বিষয়ে বলেছেন,
করোনাভাইরাস আবারও বাড়ছে, নতুন রুপ নিচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশেই সংক্রমণ শুরু হয়েছে। তবে এখনো এ নিয়ে উদ্বেগের কিছু নেই। এই ভাইরাস পর্যবেক্ষণে রাখতে হবে।
এর আগে গত ৮ ডিসেম্বর কেরালার থিরুভানান্থাপুরাম জেলার কারাকুলাম নামের এলাকা থেকে সংগ্রহ করা নমুনায় করোনার নতুন এই ধরন শনাক্ত হয়। আরটি–পিসিআর টেস্টের মাধ্যমে ভাইরাসটি শনাক্ত হয়েছে বলে জানা যায়। যার দেহে এই ধরন রয়েছে, তিনি ৭৯ বছর বয়সী এক বৃদ্ধা।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, করোনার জেএন.১ ধরন শনাক্ত হওয়া ওই নারীর দেহে ইনফ্লুয়েঞ্জার মতো রোগের মৃদু লক্ষণ দেখা যায়। তবে তিনি এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু করোনার নতুন এই ধরন দ্রুত ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।