হোম অন্যান্যসারাদেশ করোনায় হচ্ছেনা চৈত্র সংক্রান্তি। হালখাতা এ বছরও বন্ধ!

কিশোরগঞ্জ প্রতিনিধি :

চৈত্রের শেষ দিন আজ, বিদায় নেবে পুরনো বছর। আগামীকাল পহেলা বৈশাখ। চৈত্র মাসের শেষ দিনকে বলা হয় চৈত্র সংক্রান্তি। এ দিন বাংলা বর্ষেরও শেষ দিন। পরের দিন তথা আগামীকাল বুধবার পহেলা বৈশাখ বাংলা বর্ষ ১৪২৮। গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে মিশে আছে চৈত্র সংক্রান্তি। কিন্তু বিশ্বব্যাপি করোনা কালীন থাবায় ঘটা করে পালিত হচ্ছেনা দেশে চৈত্র সংক্রান্তির উৎসব। তবে এ লকডাউনের ভেতরেও বাড়ি বাড়ি ছোট আকারে হিন্দু ধর্মাবলম্বিরা পালন করে যাচ্ছে এ উৎসব। এ ছাড়া ব্যাবসা- বাণিজ্যে করোনার থাবা হানা দেয়ায় বাঙ্গালীর চির চেনা হালখাতা উৎসবও করা হচ্ছেনা কোথাও। প্রকৃতির কোথাও কোথাও করোনার প্রভাবটাকে ঠিক খাটিয়ে নিতে পারছেনা, যার দৃশ্য মেলে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আম গাছ গুলোতে। চৈত্র দিনের উত্তপ্ত দাবানলেও তারা জানিয়ে দিতে চাইছে আমৃত্যু মানব সেবাই তাদের ধর্ম। পুরাতনকে বিদায় আর নতুনকে বরণ করার জন্য প্রতি বছর চৈত্র সংক্রান্তিকে ঘিরে থাকে নানা উৎসব আর অনুষ্ঠান। করোনা মোকাবেলায় ১৪ এপ্রিল থেকে ৭ দিনের কঠোর বিধি- নিষেধ আরোপ করা হয়েছে। তাই এ বছর চৈত্র সংক্রান্তি উপলক্ষে কোন আনুষ্ঠানিকতা থাকছে না দেশে। হচ্ছেনা তাই পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রাও।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন