মৃত চিকিৎসকদের তালিকায় অবসরপ্রাপ্ত চিকিৎসকও রয়েছেন। যারা সরকারের আহ্বানে করোনা আক্রান্তদের সেবা দিতে এগিয়ে আসেন।
ইতালির সংবাদমাধ্যমের খবর অনুসারে, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও অন্তত ৩০ জন নার্স ও নার্স সহকারীর মৃত্যু হয়ে থাকতে পারে।
এফএনওএমসিইও অ্যাসোসিয়েশনের সভাপতি ফিলিপ্পো আনেল্লি বলেন, ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আমরা কোনও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে সুরক্ষা ছাড়া পাঠাতে পারি না। এটি অসম লড়াই।
রোমের আইএসএস পাবলিক হেলথ ইনস্টিটিউটের আশঙ্কা, ইতালিতে আক্রান্তদের মধ্যে ১০ শতাংশ স্বাস্থ্যখাতে কর্মরত।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, বাংলাদেশ সময় শুক্রবার দুপুর ২টা পর্যন্ত ইতালিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৬২৬ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৮ হাজার ২৭৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ৪৭০ জন। বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৩ হাজার ৩৩০ জন, মৃতের সংখ্যা ৯৫ হাজার ৭৪৫ জন এবং সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৫ হাজার ৯৮৩ জন।