অনলাইন ডেস্ক :
কোভিড-১৯ আক্রান্ত রােগীদের চিকিৎসার জন্য স্বাস্থ্যখাতে অর্থ বরাদ্দে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে সরকার। এ লক্ষ্যে সরকার বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়ন করছে।
কোভিড-১৯ নিরাময়ের জন্য সরকার বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা, করোনা টেস্টের জন্য ল্যাবরেটরি স্থাপন, করােনাভাইরাসজনিত রােগের চিকিৎসাসরঞ্জাম, পিপিই সংগ্রহ এবং স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, ঢাকা ও ঢাকার বাইরের হাসপাতালগুলােতে আইসােলেশন ইউনিট স্থাপনের জন্য অতিরিক্ত ৩০০ কোটি টাকা এবং করোনা চিকিৎসায় সরাসরি দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মধ্যে যারা সংক্রমিত হতে পারেন বা মারা যেতে পারেন তাদের সম্মানী ও ক্ষতিপূরণ বাবদ ৮৫০ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সামষ্টিক অর্থনৈতিক অনুবিভাগ এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
মধ্য মেয়াদে ব্যয়ের খাতভিত্তিক অগ্রাধিকার খাতে করোনা মোকাবিলা ও স্বাস্থ্যখাতকে শক্তিশালীকরণ প্রসঙ্গে বিবৃতিতে আরও বলা হয়, ইতােমধ্যে জেলা ও উপজেলার প্রতিটি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে বিশেষ আইসােলেশন ইউনিট খােলার ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় পর্যায়ে ঢাকায় ১৪টি হাসপাতাল করোনা আক্রান্ত রােগীর চিকিৎসায় নির্দিষ্ট করে দেয়া হয়েছে এবং জেলা পর্যায়েও এ ধরনের হাসপাতাল নির্ধারণ করে দেয়ার কাজ চলমান।