হোম আন্তর্জাতিক এবার ২৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক:

চেতনানাশক ওষুধ ফেন্টানিল উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থ তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চীনের ২৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, চীনের ১২ প্রতিষ্ঠান, ১৩ ব্যক্তি ছাড়াও কানাডার দুটি প্রতিষ্ঠান ও এক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ফেন্টানিল হচ্ছে মানুষের তৈরি এ যাবৎকালের সবচেয়ে প্রাণঘাতী মাদক। মার্কিন মাদক নিয়ন্ত্রণ প্রশাসনের তথ্যানুযায়ী, এ মাদক হেরোইনের চেয়ে ৫০ গুণ ও মরফিনের তুলনায় শতগুণ বেশি শক্তিশালী। মাত্র ২ মিলিগ্রাম ফেন্টানিল একজন মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট।
যুক্তরাষ্ট্রে মাদকের যে সমস্যা চলছে সেটিতে বড় ভূমিকা রাখছে এ মাদক।

মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড জানিয়েছেন, এই মাদকটির উৎপাদন শুরু হয় মূলত ‘চীনের রাসায়নিক কোম্পানিগুলোর মাধ্যমে।

নিষেধাজ্ঞার বিষয়ে ওয়াশিংটনে চীনের দূতাবাসে যোগাযোগ করেছিল বার্তাসংস্থা রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এপ্রিলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছিলেন, চীন ও মেক্সিকোর মধ্যে ‘ফেন্টানিলের অবৈধ পাচার বলতে কিছু নেই’।
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ চীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল, ফেন্টানিলের অবৈধ পাচার ঠেকাতেযেন তারা কার্যকর ব্যবস্থা নেয়। এরপরই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন বক্তব্য দিয়েছিল।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, মেক্সিকোতে পাচার হওয়া এই মাদক পাচার হয়ে যুক্তরাষ্ট্রে আসে। ২০২২ সালে এ মাদক গ্রহণ করে ১ লাখ ৯ হাজার ৬৮০ মানুষের মৃত্যু হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন