হোম অন্যান্যশিক্ষা এবার এক সপ্তাহের আল্টিমেটাম ৩৫ প্রত্যাশীদের, দাবি পূরণে প্রত্যাশা

এবার এক সপ্তাহের আল্টিমেটাম ৩৫ প্রত্যাশীদের, দাবি পূরণে প্রত্যাশা

কর্তৃক Editor
০ মন্তব্য 8 ভিউজ

অনলাইন ডেস্ক:

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ দাবিতে এবার সরকারকে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়েছেন ‘বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ’। এর মধ্যে দাবি মানলে কঠোর কর্মসূচি নেবেন তারা। যদিও এর মধ্যে দাবি পূরণে প্রত্যাশা করছেন ৩৫ প্রত্যাশীরা।

মঙ্গলবার (৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয়ক পরিষদের আহ্বায়ক শরিফুল হাসান শুভ।

শরিফুল হাসান শুভ বলেন, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ চেয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে আসছেন। এরই প্রেক্ষিতে বর্তমান অন্তবর্তীকালীন সরকার গত ৩০ সেপ্টেম্বর ৩৫ এর পক্ষে একটি সুপারিশ কমিটি গঠন করেন। উক্ত কমিটি ৭ কর্মদিবসের মধ্যে ছেলেদের ক্ষেত্রে ৩৫ মেয়েদের ক্ষেত্রে ৩৭ সুপারিশ করে উপদেষ্টা কমিটিতে প্রেরণ করেন। কিন্তু গত ২৪ অক্টোবর উপদেষ্টা কমিটির সিদ্ধান্তে বয়সসীমা ৩২ ও বিসিএসে সর্বোচ্চ ৩ বার অংশগ্রহণ। আবার, গত ৩১ অক্টোবর সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়ে বয়সসীমা ৩২ ও বিসিএস এ চারবার অংশগ্রহণের সিদ্ধান্ত নেন।

এমন সিদ্ধান্ত প্রহসন আখ্যা দিয়ে ৩৫ প্রত্যাশী এই নেতা বলেন, এটি শিক্ষার্থীদের সঙ্গে প্রহসন। যেহেতু সরকার বিসিএসের ক্ষেত্রে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন, আমরা আশা করি সামনের মিটিংয়ে বয়সের ক্ষেত্রে সিদ্ধান্ত পরিবর্তন করে ৩২ থেকে ৩৫ করবেন। এই মর্মে সরকারকে আগামী ১ সপ্তাহের আল্টিমেটাম দেওয়া হচ্ছে। এরই মধ্যে আমাদের দাবি পূরণে কর্মসূচি চলমান রেখেছি। যতক্ষণ না পর্যন্ত দাবি মানা না হচ্ছে, আমরা রাজপথে থাকব। আমাদের রাজপথে না রেখে পড়ার টেবিলে নিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।

কর্মসূচি ও আল্টিমেটামের পরও যদি দাবি পূরণ না হয়, পরবর্তীতে কী করবেন? এমন প্রশ্নের জবাবে শুভ বলেন, আমরা প্রত্যাশা রাখি আন্দোলন ব্যর্থ হবে না। সরকার যেহেতু সুপারিশ করেছে, আশা করি এবার ৩৫ বাস্তবায়ন হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন