হোম অন্যান্যসারাদেশ একাত্তরের চেয়েও কঠিন যুদ্ধে আছি : নানক

সংকল্প ডেস্ক :

বাংলাদেশ আওয়ামী লীগ একাত্তরের চেয়েও কঠিন যুদ্ধে আছে দাবি করে দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘একাত্তরে যেমনভাবে আমরা হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান এক বাঙ্কারে যুদ্ধ করে বাংলাদেশ এনেছিলাম, তেমনিভাবে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা কায়েম করতে হবে। এটাই আমাদের শপথ।’

শনিবার (২০ মার্চ) দুপুরে সবুজবাগ বুদ্ধ মহাবিহারে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির অনুষ্ঠানে তিনি একথা বলেন। এদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা, অনাথ শিশুদের মাঝে বস্ত্র ও খাদ্য বিতরণ করা হয়।

সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আওয়ামী লীগকে একটি প্রতিক্রিয়াশীল শক্তি মেনে নিতে পারে না। এজন্য আওয়ামী লীগ ক্ষমতায় আসার ২১ দিনের মাথায় বিডিআর বিদ্রোহ ঘটিয়ে সরকার উৎখাত করার চেষ্টা করা হয়েছে। শুধু কি তাই, রামুর বৌদ্ধ বিহারে ধ্বংসযজ্ঞ চালানো হলো। এই প্রতিক্রিয়াশীল শক্তি আজও বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা আজ বিভিন্ন ভাবেই আমাদের স্বাভাবিক অবস্থাকে অস্বাভাবিক অবস্থায় পরিণত করতে চায়।’

সুনামগঞ্জের শাল্লায় হামলার ঘটনায় সরকার কাউকে ছাড় দেবে না উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘সকলকেই আইনের আওতায় আনা হবে। আমাদের সতর্ক থাকতে হবে। আমরা যখন এগিয়ে যাচ্ছি তখন শত্রুরা শক্তিশালী হচ্ছে। শত্রুরা ষড়যন্ত্রকে আরো শানিত করছে। সচেতন এবং ঐক্যবদ্ধ থেকে আমাদের সকল পরিস্থিতি মোকাবিলা করতে হবে।’

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির চেয়ারম্যান এ কে এম রহমতুল্লাহর সভাপতিত্বে এতে অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং সংশ্লিষ্ট উপ-কমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দী প্রমুখ।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন