বাণিজ্য ডেস্ক:
বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতিতে মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে দেশের ব্যাংকগুলোর ঋণের সুদহার ৫০ শতাংশীয় পয়েন্ট বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ।
এতে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশর অর্থনীতিতে মূল্যস্ফীতি বিরূপ প্রভাব পড়ছে। তাই মূল্যস্ফীতি পর্যায়ক্রমে কমিয়ে আনতে ঋণের সুদহার নির্ধারণ করে দেয়া হয়েছে।
এ ক্ষেত্রে ‘সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল’ (স্মার্ট)-এর সঙ্গে সর্বোচ্চ ৩ শতাংশের পরিবর্তে সর্বোচ্চ ৩ দশমিক ৫০ শতাংশ মার্জিন যোগ করে সুদহার নির্ধারণ করতে হবে।
প্রসঙ্গত, ট্রেজারি বিলের ছয় মাসের গড় হারের ভিত্তিতে হিসাব করা হয় স্মার্ট রেট। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট অনুসারে, বর্তমান স্মার্ট রেট ৭ দশমিক ২০ শতাংশ। এই স্মার্ট হারের সঙ্গে ৩ দশমিক ৫০ শতাংশ সুদহার যোগ করতে পারে ব্যাংকগুলো। সে হিসাবে, নতুন সুদহার নির্ধারণ করা হয়েছে ১০ দশমিক ৭০ শতাংশ।
একই সঙ্গে প্রি-শিপমেন্ট রফতানি ঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে স্মার্ট রেটের সঙ্গে সর্বোচ্চ ২ শতাংশের পরিবর্তে সর্বোচ্চ ২ দশমিক ৫ শতাংশ মার্জিন যোগ করে সুদহার নির্ধারণ করতে হবে বলে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
তবে কৃষি ও পল্লী ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ মার্জিন ২ শতাংশ অপরিবর্তিত থাকবে বলে উল্লেখ করা হয়েছে।
মূলত ব্যাংকের বিতরণ করা ঋণের বাজারভিত্তিক সুদহার ব্যবস্থা প্রণয়নের জন্য এই নির্দেশনা অনুসরণের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৯(২)(চ) ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।
এদিকে বুধবার (৪ অক্টোবর) মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। নীতি সুদহার দশমিক ৭৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ৭ দশমিক ২৫ শতাংশ করা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়, ৪ অক্টোবর মনিটারি পলিসি কমিটির ৬০তম সভায় রেপো নীতি সুদহার বিদ্যমান শতকরা ৬ দশমিক ৫০ শতাংশ থেকে ৭৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৭ দশমিক ২৫ শতাংশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরও বলা হয়েছে, এ ছাড়া নীতি সুদহার করিডোরের ঊর্ধ্বসীমা স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) সুদহার বিদ্যমান শতকরা ৮ দশমিক ৫০ শতাংশ থেকে ৭৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে ৯ দশমিক ২৫ শতাংশ পুনর্নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে নীতি সুদহার করিডোরের নিম্নসীমা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) সুদহার বিদ্যমান শতকরা ৪ দশমিক ৫০ শতাংশ থেকে ৭৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫ দশমিক ২৫ শতাংশে পুনর্নির্ধারণ করা হয়েছে।
এ হার বৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকে কার্যকর হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানিয়েছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার দশমিক ৭৫ শতাংশীয় পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে বাজারে মুদ্রার সরবরাহ কমবে।