হোম আন্তর্জাতিক ইন্দোনেশিয়া উপকূলে আরও ১৩০ রোহিঙ্গা

ইন্দোনেশিয়া উপকূলে আরও ১৩০ রোহিঙ্গা

কর্তৃক Editor
০ মন্তব্য 121 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জান্তাবাহিনীর তুমুল সংঘর্ষের মধ্যে নতুন করে আরও ১৩০ রোহিঙ্গা ইন্দোনেশিয়ায় পৌঁছেছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলীয় এলাকায় নতুন করে ১৩০ জনের বেশি রোহিঙ্গা পৌঁছেছে।

বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। মিয়ানমার থেকে পাড়ি জমানো রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ক্রমেই বাড়ছে ইন্দোনেশিয়ায়।

ইউএনএইচসিআরের তথ্যমতে, গেল চার মাসে এ পর্যন্ত প্রায় দুই হাজার রোহিঙ্গা ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে।

জাতিসংঘ বলছে, গত বছর চার হাজার ৫০০ রোহিঙ্গা সাগরপথে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া পালানোর চেষ্টা করেছে। তবে জীবনের ঝুঁকি নিয়ে পালাতে গিয়ে ঘটছে প্রাণহানির ঘটনাও। ২০২৩ সালে এভাবে সমুদ্রপথে পালাতে গিয়ে অন্তত ৫৬৯ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। ২০১৪ সালের পর যা এক বছরে সর্বোচ্চ।

সীমান্তে এমন অনুপ্রবেশের ঘটনা বাড়তে থাকায় রোহিঙ্গা সংকট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার মুখপাত্র বাবর বেলুচ বলেন, কোনো আশার আলো দেখা যাচ্ছে না। এ পর্যায়ে মিয়ানমারে শরণার্থীদের ফেরার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

সাধারণত নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সমুদ্র শান্ত থাকায় এই সময়ে মিয়ানমার থেকে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার উদ্দেশে যাত্রা করেন রোহিঙ্গারা।

মিয়ামারে চলমান সেনাবাহিনী ও বিদ্রোহীগোষ্ঠীর সংঘর্ষের পর চলতি মৌসুমেও সেই চেষ্টা আরও বেড়েছে। এ অবস্থায় রোহিঙ্গা শরণার্থীদের সমস্যা সমাধানে মিয়ানমারের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে ইউএনএইচসিআর।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন