হোম আন্তর্জাতিক ইকোনমিক টাইমসের খবর: বাংলাদেশে পেঁয়াজ রফতানির অনুমতি দিলো ভারত

ইকোনমিক টাইমসের খবর: বাংলাদেশে পেঁয়াজ রফতানির অনুমতি দিলো ভারত

কর্তৃক Editor
০ মন্তব্য 123 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশে সীমিত পরিমাণে পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে পেঁয়াজ রফতানির এ অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশে সরকারিভাবে পেঁয়াজ রফতানির অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

পেঁয়াজ রফতানির অনুমতির বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ভারতীয় একজন কর্মকর্তা জানিয়েছেন, দ্বিপাক্ষিক উদ্দেশে সীমিত পরিমাণে পেঁয়াজ রফতানির অনুমতি দেয়া হয়েছে।

তবে পেঁয়াজ রফতানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহার করে নেয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি নয়াদিল্লি।

ইকোনমিক টাইমস বলছে, দেশটির সরকার কী পরিমাণ পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে, সেই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেননি ওই কর্মকর্তা।

জানা গেছে, বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, বাহরাইন এবং মরিশাসে পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে ভারত।

এর আগে রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয় নিজ দফতরে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সাংবাদিকদের জানান, রোজার আগেই ভারত থেকে দেড় লাখ টন চিনি ও পেঁয়াজ আমদানি করা হবে। এর মধ্যে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ ও ১ লাখ মেট্রিক টন চিনি।

তিনি বলেন, ভারত থেকে পেঁয়াজ ও চিনি আসবে বলে আমরা প্রত্যাশা করছি। ভারত সফরে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আশ্বস্ত হয়েছেন। আশা করি, আগামী সোমবার (১৯ ফেব্রুয়ারি) থেকে বৃহস্পতিবারের মধ্যে আমরা একটি ভালো খবর পাবো। কীভাবে, কবে থেকে আমদানি করব, সেসব বিষয় অনুমোদন পেলেই জানাতে পারব।

এ ক্ষেত্রে ভারতের মন্ত্রী পর্যায়ের বৈঠক ১৪ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল উল্লেখ করে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, তাদের (ভারতীয়)পররাষ্ট্রমন্ত্রী জার্মানিতে আছেন। তিনি বিদেশে থাকায় বৈঠকটি হতে একটু দেরি হচ্ছে। আশা করছি, সোম থেকে বৃহস্পতিবারের মধ্যে কোনো এক সময় তাদের এ বৈঠক হবে। কাজেই আমি এখনও বিশ্বাস করি, ভালো ফল আসবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন