হোম অর্থ ও বাণিজ্য ইউক্রেনের গম উৎপাদন ১২ বছরে সর্বনিম্নে নামার শঙ্কা

বাণিজ্য ডেস্ক:

যুদ্ধবিধ্বস্ত শস্য রফতানিকারক দেশ ইউক্রেনের কৃষকরা গম আবাদ কমিয়ে দিতে বাধ্য হচ্ছে। ফলে দেশটিতে আগামী বছর বিগত ১২ বছরের মধ্যে সবচেয়ে কম গম উৎপাদন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বাজার পরামর্শক প্রতিষ্ঠান আরগাস মিডিয়ায় প্রকাশিত এক নোটের বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেনে গমের আবাদ কমে যাওয়ায় আগামী গ্রীষ্মে দেশটিতে বিগত ১২ বছরের মধ্যে সবচেয়ে কম পরিমাণে গম উৎপাদন হবে।

প্রতিষ্ঠানটির প্রাথমিক অনুমান বলছে, আগামী বছর দেশটিতে ২০ দশমিক ২ মিলিয়ন মেট্রিক টন গম উৎপাদন হবে। যেখানে চলতি বছর উৎপাদনের পরিমাণ ধরা হয়েছে ২২ দশমিক ২ মিলিয়ন টন।

যা গত ৫ বছরের গড় ২৫ দশমিক ৯ মিলিয়ন টন গম উৎপাদনের তুলনায় কম বলে উল্লেখ করেছে আরগাস। ফলে ২০১২ সালের পর আগামী বছরই দেশটিতে সবচেয়ে কম পরিমাণে গম উৎপাদন হবে বলে ধারণা করছেন তারা।

ইউক্রেনে মস্কোর আগ্রাসনের পর থেকে ক্রমেই দেশটিতে খাদ্যশস্য উৎপাদন কমছে। তাছাড়া এরইমধ্যে অনেক অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে কিয়েভ। ফলে সেসব অঞ্চলের কৃষকরা শস্য আবাদ করতে পারছেন না। আবার যুদ্ধের কারণে ইউক্রেনের বেশিরভাগ কৃষকই অর্থ সংকটে ভোগায় তৈলবীজের মতো লাভজনক ফসল উৎপাদনের দিকে ঝুঁকছেন তারা।

এগ্রিকালচার কনসালটেন্সি অ্যাগ্রিটেলের মালিক আরগাস জানিয়েছে, চলতি বছর ইউক্রেনের ৪ দশমিক ৬৫ মিলিয়ন হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। যা আগামী বছর ৪ দশমিক ৫৫ মিলিয়ন হেক্টরে নামবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন