আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :
আশাশুনির কুল্যায় বেতনা নদীর চর ভারাটি জমি দখল করে ইরামনি ব্রিকস- এ কাঠ ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। ইটভাটার দখলে কয়েক একর খাস জমি রয়েছে বলেও জানাগেছে। ভাটাটি একেবারেই লোকালয় অবস্থিত এবং রয়েছে পাশেই অনেকগুলো মৎস্য ঘের। খাসজমি ও চরের মাটি কেটে তৈরি করা হচ্ছে ইট। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইনের ২০১৩ অনুচ্ছেদ ৮ এর (গ) ধারা অনুযায়ী সরকারি বা ব্যক্তি মালিকানাধীন বন, অভয়ারণ্য, বাগান ও জলাভূমি এলাকায় ইটভাটা স্থাপন দন্ডনীয় অপরাধ। কিন্তু কিভাবে এ ইটভাঁটার কার্যক্রম চালাচ্ছে? এ প্রশ্ন স্থানীয় সচেতন মহলের।
এ ইটভাটায় নিয়মনীতির তোয়াক্কা না করে দেদারছে পোড়ানো হচ্ছে কাঠ। চিমনি দিয়ে বের হওয়া কালো ধোঁয়ার কারনে পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের জীবনে নেমে আসছে নানা সংকট। ভাঁটার কাজে ব্যাবহৃত ভারী যানবাহনে সরকারি রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। ইরামনি ব্রিকস এলাকায় গিয়ে দেখা যায়, ভাঁটাটি বেতনা নদীর পুরো চর দখল করে আছে। ভাঁটার চারপাশে কয়েক’শ মন কাঠ স্তুপাকারে রাখা হয়েছে। এব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।