আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধি :
আশাশুনি উপজেলার কুল্যায় ব্রিধান ৭৫ আমন বীজ উৎপাদন চাষীদের মাঝে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ৭ নং কুল্যা ব্লক ও গ্রামে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্য়ায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষন ও বিতরন প্রকল্পের আওতায় খরিপ-২ মৌসুমে ব্রিধান ৭৫ আমন বীজ উৎপাদনকারী চাষীদের মাঝে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপ পরিচালক কৃষিবিদ আলহাজ্ব নুরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, এসএপিপিও মোঃ আব্দুল গনি, উপ সহকারী কৃষি কর্মকর্তা সুকদেব কুমার সাধু, মোঃ মহীউদ্দীন গাজী, রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান।
s