আশাশুনি প্রতিনিধি :
আশাশুনিতে ডেঙ্গু বিরোধী সচেতনতা বৃদ্ধির ও নির্মূলের লক্ষ্যে ফগার মেশিনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম শুভ উদ্বোধন করেন। আশাশুনি উপজেলা চত্বরে দুপুর দুইটায় মশা নিধন ওষুধ, স্প্রে করে প্রথমে মশা নিধন কার্যক্রম শুরু করা হয়। এ সময় আশাশুনি উপজেলা নিবার্হী কর্মকর্তা মির আলিফ রেজা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সম্ভুজিত মণ্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা, ওমর ছাকী পলাশসহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।