আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :
আশাশুনিতে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস- ২০২০ উপলক্ষে সেমিনার, প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সেমিনারে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নানের, সঞ্চালনায় সেমিনারে সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, পরিসংখ্যান অফিসার শ্মশান কুমার, প্রধান শিক্ষক কামরুন্নাহার কচি প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় ‘ক’ ও ‘খ’ গ্রুপে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
s