আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি উপজেলার সদর ইউনিয়নে খোলপেটুয়া সুপেয় পানির প্লান্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের মান্দার দিঘি চত্বরে রূপান্তরের আয়োজনে সুপেয় পানির প্লান্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নদী ভাঙ্গন কবলিত আশাশুনি উপজেলার উপকূলীয় অঞ্চলের মানুষ সুপেয় পানির অভাবে মানবেতর জীবনযাপন করছে। ইতিমধ্যে সরকারি সহায়তার মাধ্যমে আমরা অনেক দুর্গম এলাকার মানুষের কষ্ট লাঘবের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসাবে সুপেয় পানির প্লান্ট স্থাপন করেছি।
সরকারের পাশাপাশি সেবামূলক বেসরকারি প্রতিষ্ঠান মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সুপেয় পানির ব্যবস্থা করায় জন্য ধন্যবাদ জানাই। এ কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য তিনি উপজেলা পরিষদের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান প্রমুখ।