জসিম উদ্দিন,বাগেরহাট:
প্রতি বছরের ন্যায় এবারও ১৪ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত তিন দিন ব্যাপী পূর্ণিমা তিথিতে সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরের দুবলারচরে শুরু হয়েছে প্রায় দেড়’শ বছরের ঐতিহ্যবাহী ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’। এই উৎসবকে ঘিরে বনের মায়াবি হরিণ শিকার, পূর্ণার্থী বা জেলেদের কাছে দস্যুদের চাঁদাবাজিসহ বন কেন্দ্রিক সকল ধরনের অবৈধ কর্মকান্ড বন্ধ রাখতে উপকূলজুড়ে কঠোর নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো: শামসুল আরেফীন জানান, বঙ্গোপসাগর সংলগ্ন দুবলার রাশ উৎসবকে ঘিরে নানা অবৈধ কর্মকান্ড চালায় এক শ্রেনীর অসাধু কিছু ব্যাক্তি। তাই বন্য প্রাণী শিকার বন্ধে বন বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর পাশাপাশি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষে তীর্থযাত্রী ও দর্শনার্থীদের জানমালের নিরাপত্তায় দায়িত্বে নিয়োজিত রয়েছে কোস্ট গার্ড পশ্চিম জোনের জাহাজ বিসিজিএস তৌফিক এবং বিসিজি স্টেশন দুবলা। ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষে যেকোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে কোস্ট গার্ডের সদস্যরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে এবং প্রস্তুত রাখা হয়েছে ডুবুরি দল। এছাডাও দুবলার চর সংলগ্ন সুন্দরবন এলাকায যেকোন অপ্রিতিকর ঘটনা রোধে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে। জানাযায়,আজ থেকে শুরু হওয়া রাশ পুজা আগামী শনিবার ভোরে পূর্ণ¯œানের মধ্য দিয়ে শেষ। প্রায় দেড়শ বছর আগ থেকে হিন্দু ধর্মালম্বীরা এ পুজা পালন করে আসেছে।