রাজনীতি ডেস্ক:
লক্ষ্মীপুর-২ আসনে আসনের আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নুর উদ্দিন চৌধুরী নয়ন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার কারণ দর্শানোর জন্য নির্দেশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
নির্বাচনী এলাকা-২৭৫, লক্ষ্মীপুর-২ আসনের নির্বাচনী অনুসদ্ধানীর কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ ফারহানা ভুইয়া বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এই আদেশ দিয়েছেন। তাকে রোববার (৩ ডিসেম্বর) অনসুন্ধান কমিটির কাছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ে প্রেক্ষিতে আপনাকে জানানো যাইতেছে যে, আপনি জনাব নুর উদ্দিন চৌধুরী নয়ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী এলাকার নম্বর-২৭৫ লক্ষ্মীপুর-২, আসনের নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী। বিগত ২৯/১১/২৩ তারিখ অনলাইন পত্রিকা ‘বাংলা নিউজ’ এ প্রকাশিত সংবাদ নিম্ন স্বাক্ষরকারীর দৃষ্টিগোচর হয়। সংবাদপত্রে উল্লেখ করা হয় যে, ২৭/১১/২৩ সোমবার লক্ষ্মীপুর-২ রায়পুর/সদর (আংশিক) আসনে মনোনয়ন প্রাপ্তি উপলক্ষ্যে মোটর শোভাযাত্রা হয়েছে এবং লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও নৌকার মনোনয়ন নিয়ে আসা নুর উদ্দিন চৌধুরী নয়ন আপনার পক্ষে ও আপনাকে বরণ করতে বেশ কয়েকটি মাইক্রোবাস ও দুই শতাধিক মোটরসাইকেল লক্ষ্মীপুর শহর থেকে রায়পুর শহরে যায়। ট্রাকের মধ্যে সাউন্ডবক্সের মাধ্যমে গান-বাজনা চালানো হয়। দুপুর ১২টার দিকে আপনি রায়পুর শহরের আসেন। সেখানে আপনাকে বরণ করে নেওয়া হয়। তখন সড়কে জনসাধারণের যান চলাচল বন্ধ থাকে। আপনার পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়ে আনন্দ মিছিল করে নেতাকর্মীরা। পরে রায়পুর শহরে থাকা উপজেলা আওয়ামী লীগের অফিসে আপনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। আপনার সংসদীয় আসনের উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকা প্রতীকে ভোট চান। শোভাযাত্রাতে উচ্চ শব্দে গান-বাজনা চালানো হয়।’
আরও বলা হয়, ‘পত্রিকায় প্রকাশিত এ সংবাদ সত্য হলে তা নির্বাচনী আচরণ বিধি লংঘন। ভবিষ্যতে এ ধরনের নির্বাচন পূর্ব অনিয়ম সংঘটিত না হওয়ার বিষয়ে আপনার কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আপনাকে অনুরোধ করা হলো এবং পত্রিকায় প্রকাশিত সংবাদ বিষয়ে তদন্ত করে কেন নির্বাচন কমিশনে প্রতিবেদন প্রেরণ করা হবেনা তৎমর্মে আগামী ০৩/১২/২৩ তারিখের মধ্যে কারণ দর্শানোর জন্য আপনাকে নির্দেশ দেওয়া হলো।’
জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধিমালায় বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা এর মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের আগে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে ৭ জানুয়ারি। সে হিসাবে ১৫ ডিসেম্বরের আগে কেউই নির্বাচনী প্রচার চালাতে পারবেন না।