আন্তর্জাতিক ডেস্ক:
ইসরাইলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ব্যুরো কার্যালয় বন্ধের প্রস্তাব অনুমোদন দিয়েছে দেশটির সরকার। ফলে অস্থায়ীভাবে দেশটিতে আল জাজিরার প্রধান কার্যালয় বন্ধ থাকবে।
শুক্রবার (২০ অক্টোবর) টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল সরকার ‘জরুরি আইন’ অনুমোদন করেছে। এ নিয়মের আওতায় ‘রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী’ কাজ করছে ধারণা হলে যে কোনো সংবাদমাধ্যম বন্ধ করে দেয়া যাবে।
তবে সাময়িকভাবে নিষিদ্ধ করার আইন প্রণয়ন করা হলেও ৩০ দিনের বিরতিতে ফের নিষেধাজ্ঞা নবায়ন করা যাবে।
ইসরাইলের যোগাযোগমন্ত্রী শালোমো কারহি বলেছেন, ইসরাইল এখন ‘স্থলে, আকাশে, সমুদ্রের এবং সরকারি কূটনৈতিক ফ্রন্টে’ যুদ্ধে আছে। আমাদের জাতীয় নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করার সুযোগ আমরা কোনো গণমাধ্যমকে দেব না।
আল জাজিরা বন্ধ করে দেয়ার আগে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের অনুমোদন নিতে হবে। তিনি নতুন আইনে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে ১৫ অক্টোবর ইসরাইলের বেতার সংবাদমাধ্যম আর্মি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার স্থানীয় ব্যুরো কার্যালয় বন্ধ করে দেয়ার দাবি জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী শালোমা কারহি।
সে সময় তিনি বলেন, গত ৭ অক্টোবর সংঘাত শুরুর পর থেকেই হামাসঘেঁষা সংবাদ পরিবেশন করে আসছে আল জাজিরা নিউজ। এরই মধ্যে এ সংবাদমাধ্যমটির ইসরাইলের কার্যালয় বন্ধ করে দেয়ার একটি প্রস্তাব সরকারের কাছে পাঠিয়েছেন তিনি।