হোম অর্থ ও বাণিজ্য আইইএ প্রতিবেদন: শিগগিরই কমছে না তেল-গ্যাসের চাহিদা

বাণিজ্য ডেস্ক:

যতই নিরাপদ জ্বালানির ঢাকঢোল পেটানো হোক না কেন শিগগিরই কমছে না জীবাশ্ম জ্বালানি অর্থাৎ তেল, গ্যাস, কয়লার চাহিদা।

আন্তর্জাতিক শক্তি সংস্থার (আইইএ) এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সাল নাগাদ জীবাশ্ম জ্বালানির চাহিদা তুঙ্গে থাকবে। বিশেষ করে ২০৩০ সালে এসেও পৃথিবীর অর্ধেক বিদ্যুতের যোগান দেবে জীবাশ্ম জ্বালানি।

মঙ্গলবার (২৪ অক্টোবর) প্যারিসভিত্তিক সংস্থা আইইএ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব দ্রুত নিরাপদ জ্বালানির দিকে ধাবিত হচ্ছে। বিশেষ করে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার ও পরিবেশবান্ধব সবুজ বিনিয়োগ বেড়েছে বহুগুণে।

যেখানে ২০২০ সালেও পঁচিশটি গাড়ির মধ্যে মাত্র একটি ছিল বৈদ্যুতিক গাড়ি, সেখানে ২০২৩ সালে অর্থাৎ মাত্র তিন বছরে এ হার বেড়ে হয়েছে পাঁচ অনুপাত এক।

আইইএ’র নির্বাহী ব্যবস্থাপক ফেইথ বিরল বলেন, বিশ্ব নিরাপদ জ্বালানির দিকে দ্রুতলয়ে আগাচ্ছে। এটি নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তবে ঠিক কবে পুরো বিশ্ব নিরাপদ জ্বালানির আওতায় আসবে তা হলফ করে বলা যায় না। যত দ্রুত বিশ্ব নিরাপদ জ্বালানি নির্ভর হবে, ততই মঙ্গল।

প্রতিবেদন অনুসারে, নিরাপদ জ্বালানির দিকে বিশ্ব আগালেও জীবাশ্ম জ্বালানির অস্তিত্ব অস্বীকার করতে ঢের সময় অপেক্ষা করতে হবে। তবে সুখের সংবাদ হচ্ছে, দিনকে দিন জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগের পরিমাণ কমে আসছে।

অপরিশোধিত জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক অধিক বিনিয়োগের আহ্বান জানালেও সে অনুসারে বিনিয়োগ পাওয়া যাচ্ছে না। বর্তমানে যে পরিমাণে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ দরকার তার তুলনায় জ্বালানি কোম্পানিগুলো অর্ধেক বিনিয়োগ পেয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে আইইএ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন