বাণিজ্য ডেস্ক:
ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের কারণে বিপর্যস্ত ইসরালের অর্থনীতি। এ পরিস্থিতি সামলে অক্টোবর থেকে গ্রাহকদের ঋণ আদায় মুলতবি রেখেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধের কারণে অক্টোবরে প্রায় ১ লাখ ১৭ হাজার ঋণ গ্রহণ স্থগিত করেছে ব্যাংক অব ইসরাইল। এ সময় ভোক্তা ও বন্ধকি ঋণ মিলিয়ে মোট ২ দশমিক ৭ বিলিয়ন শেকেল বা ৭২৭ মিলিয়ন মার্কিন ডলার ঋণের অর্থ নেয়নি ব্যাংকগুলো।
পরিসংখ্যান বলছে, যুদ্ধে সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়া এক-তৃতীয়াংশ গ্রাহক ঋণ পরিশোধ করেনি। এদের বেশির ভাগ গাজা সীমান্ত থেকে ৩০ কিলোমিটারের মধ্যে বসবাস করে বা ঐ অঞ্চলে ব্যবসা পরিচালনা করে।
এদিকে ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং সুপারভাইজার ড্যানিয়েল হাহিয়াশভিলি ব্যাংকগুলোকে ঋণ স্থগিত করার নির্দেশনা দেন। পাশাপাশি সংঘাতে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসার জন্য ফি কমানোর কথা জানান।
ড্যানিয়েল বলেন, ঋণের অর্থ পরিশোধ স্থগিত করার পর গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে। কারণ, এই চ্যালেঞ্জের সময় এটি তাদের জন্য অনেক সহায়ক একটি পদক্ষেপ।
আর ব্যাংক অব ইসরাইলের গভর্নর আমির ইয়ারন বলেন, যুদ্ধের সময় স্বল্পমেয়াদি সুদের হার কমানো ঠিক নয়। তবে ব্যাংকগুলোর নেয়া এ পদক্ষেপ জনগণের অর্থনৈতিক অবস্থা কিছুটা উন্নত করতে সাহায্য করেছে।