অনলাইন ডেস্ক :
সিরিয়ার আফরিন শহরে বোমা বিস্ফোরণের ঘটনায় ১১ শিশুসহ কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। মঙ্গলবারের এই বোমা হামলার জন কুর্দি সমর্থিত ওয়াইপিজি মিলিশিয়া বাহিনীকে দায়ী করছে তুরস্ক। তবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।
একটি বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, আফরিন শহরের একটি জনাকীর্ণ এলাকায় বোমা হামলাটি চালানো হয়। বোমা হামলার ঘটনায় একটি ভিডিও প্রকাশ করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেখানে দেখা যায়, বোমা হামলার পর শহরটির আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে।
এদিকে এ হামলার নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মর্গান ওর্তাগাস বলেন, কয়েক ডজন মানুষ প্রাণ হারিয়েছেন যারা শহরের একটি কেন্দ্রীয় মার্কেটে ইফতারের প্রস্তুতির জন্য কেনাকাটা করছিলেন। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, নিহতরা বেশিরভাগই বেসামরিক নাগরিক এবং শিশুও রয়েছ।
সিরিয়ার আফরিন শহরটি তুর্কি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা একটি শহর। তুরস্কের দাবি, হামলার সঙ্গে কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিট (ওয়াইপিজি) জড়িত। ওয়াইপিজি নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) প্রশাখা বলে জানিয়েছে আঙ্কারা।১৯৮৪ সাল থেকে তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে যাচ্ছে পিকেকে। তুরস্ক ও অনেক পশ্চিমা দেশই তাদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’বলে মনে করে।