জাতীয় ডেস্ক:
কুড়িগ্রামে সরকারি জমি ব্যাংকে বন্ধক রেখে টাকা নিয়ে এবং বন্ধক থাকা অবস্থায় বিক্রি করার অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত এক মেজরের বিরুদ্ধে। এ ঘটনায় রংপুর বেসিক ব্যাংকে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
বুধবার (৭ জুন) বিকেলে দুদকের কুড়িগ্রাম জেলার সহকারী পরিচালক খালিদ মাহমুদের নেতৃত্বে ৩ সদস্যের একটি এনফোর্সমেন্ট ইউনিট নগরীর পায়রা চত্বরে অবস্থিত বেসিকে ব্যাংকে ঋণখেলাপির বিষয়ে বিভিন্ন কাগজপত্র তলব করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা অবসরপ্রাপ্ত মেজর ইউনুস আলী চাকিরপশা নদের রেকর্ডভুক্ত সরকারি প্রায় ৩৪ একর জমি রংপুরের বেসিক ব্যাংকের কাছে বন্ধক রেখে ২০১০ সালে প্রায় ৮৫ লাখ টাকা ঋণ নেন। বন্ধকী অবস্থায় সেই জমি চারটি দলিলে ১ কোটি ৫৭ লাখ ২৫ হাজার টাকায় বিক্রিও করেন।
বন্ধক থেকে জমি বিক্রি এসবের শুরু থেকে শেষ পর্যন্ত বিষয়টি বেসিক ব্যাংক অবগত থাকলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে চাকিরপশা নদী সুরক্ষা কমিটির পক্ষে খন্দকার আরিফ নামে ব্যক্তি বাংলাদেশ ব্যাংক, বেসিক ব্যাংক, দুদকসহ সরকারি বিভিন্ন দফতরে অভিযোগ দেয়।
সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার দুদকের একটি টিম অবসরপ্রাপ্ত মেজর ইউনুস আলীর ঋণখেলাপির বিষয়ে তদন্তে আসেন।
দুদকের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খালিদ মাহমুদ বলেন, বিষয়টি তদন্তাধীন থাকায় এ বিষয়ে এখন কিছু বলা সম্ভব নয়।
এদিকে বেসিক ব্যাংকের রংপুর ব্রাঞ্চ ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো বিষয়ে বক্তব্য দেয়া সম্ভব নয়।