অনলাইন ডেস্ক :
করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে সতর্কতামূলকভাবে আগামীকাল ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে দুপুর ১টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ব্রিফিং করবেন। সেখানে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করে। সব ধরনের সভা-সমাবেশও নিষিদ্ধ করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পক্ষ থেকে একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার জন্য উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় বন্ধ হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ জরুরি বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ক্যাম্পাস বন্ধ ঘোষণার দাবিতে গতকাল রোববার শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ছাড়া রাজধানীর ইডেন মহিলা কলেজ ও গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা ক্লাসে কম যাচ্ছেন এবং অনেকেই হোস্টেল ছেড়ে যাচ্ছেন বলে জানা গেছে।
রোববার বিকেলে সাময়িকভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিগুলোর মোর্চা সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।