ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছার শংকরপুর ইউনিয়নের বাকুড়া গ্রামের সাইফুল ইসলামেরর বিরুদ্ধে বৃদ্ধ দাদির জমি কৌশলে লিখে নেয়ার অভিযোগ উঠেছে। বাকুড়া পাকা রাস্তার সাথে থাকা ২৭ শতাংশ বসতভিটা লিখে নেওয়ার অভিযোগ করেছেন বৃদ্ধা রাশিদা।
রাশিদা বেগম অভিযোগ করে জানান, শংকপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ১৫১ মৌজার ৭৪৫নং খতিয়ান দাগে ২৭ শতক জমি ২০২০ সালে প্রতারণা করে লিখে নেয়। সাইফুল ইসলামের মা মারা যাওয়ার পর থেকে দাদি তাকে লালন-পালন করে বড় করে। তার সরলতার সুযোগ নিয়ে কৌশলে সাইফুল জমি লিখে নেয়।
তার বাবা জামাত আলী বলেন, আমার ভাইয়েরা সবাই বাড়িতে না থাকায় আমার বোন মৃত্যুবরণ করলে মা পাগলের মতো আচরণ করতো। আমার ছেলে সাইফুল সেই সুযোগে জমি-ভিটা বাড়ির জমি গোপনে লিখে নিয়েছে। জমি দেখতে ক্রেতা আসলে বিষয়টি সম্পর্কে জানতে পারি।
এ ঘটনায় রাশিদা বেগম (৬৫) জানান, আমার স্বামী নুর আলী সর্দার অন্ধ হওয়াতে ও ছেলেরা বাড়িতে না থাকায় যশোরে ডাক্তারের কাছে নেওয়ার কথা বলে প্রথমে ৮ শতাংশ কয়েক দিন পর ফেরত দেবে বলে লিখে নেয়। পরে আবার ১৯ শতাংশ জমি লিখে নেই। বৃদ্ধা রাশিদা সাইফুলের কাছ থেকে তার জমি ফেরত পেতে এলাকাবাসীসহ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন
s