হোম অর্থ ও বাণিজ্য রাশিয়ার জিডিপি প্রবৃদ্ধি হবে ৩.৫ শতাংশ: পুতিন

বাণিজ্য ডেস্ক:

পশ্চিমা দেশগুলোর চাপ থাকা সত্ত্বেও রাশিয়ার অর্থনীতি শক্তিশালী ও স্থিতিশীল অবস্থানে ছিল উল্লেখ করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, চলতি বছর রাশিয়ার জিডিপির প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৫ শতাংশ।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) মস্কোতে অনুষ্ঠিত এক বার্ষিক সংবাদ সম্মেলনে পুতিন এ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আরটি।

তিনি বলেন, রাশিয়ার অর্থনীতি গত বছরের পতন থেকে পুনরুদ্ধার হয়েছে এবং এগিয়ে চলছে।

যদিও রাশিয়ার অর্থনীতি এখনও চ্যালেঞ্জের মুখে রয়েছে বলে মনে করেন পুতিন। তিনি বলেন, বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতির হার বেড়ে ৮ শতাংশে উঠে যাবে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এবং সরকার এই হার লক্ষ্যমাত্রায় ফিরিয়ে আনার ব্যবস্থা নিচ্ছে।

উৎপাদন খাতের প্রবৃদ্ধি নিয়ে সন্তোষ প্রকাশ করে রুশ প্রেসিডেন্ট বলেন, শিল্প উৎপাদন খাতের প্রবৃদ্ধি ৩ দশমিক ৬ শতাংশ।

পুতিনের মতে, রাশিয়ার বাহ্যিক পাবলিক ঋণ ৪৬ বিলিয়ন ডলার থেকে কমে নেমেছে ৩২ বিলিয়ন ডলারে। তাছাড়া বেসরকারি কোম্পানিগুলোও সময়মতো তাদের ঋণ পরিশোধ করছে।

এদিকে রাশিয়ায় বেকারত্বের হার রেকর্ড সংখ্যক কমে সর্বনিম্ন ২ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে বলে উল্লেখ করেন তিনি। রুশ নেতা বলেন, ‘রাশিয়ার ইতিহাসে এমনটি কখনও ঘটেনি। এটি দেশের অর্থনীতির জন্য খুবই ভালো।’

তিনি জানান, ২০২৩ সালের শেষ নাগাদ রাশিয়ার প্রকৃত মজুরি বাড়তে থাকবে। যা আনুমানিক ৮ শতাংশ বৃদ্ধি পাবে আর বছরের শেষ নাগাদ জনসংখ্যার প্রকৃত আয় প্রায় ৫ শতাংশ বাড়বে।

এসময় ২০২৪ সালের শুরুর দিকে রাশিয়ায় ন্যূনতম মজুরি বৃদ্ধির বিষয়েও কথা বলেন রুশ রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘যেহেতু আমি প্রকৃত আয় বাড়ার কথা উল্লেখ করেছি, সেহেতু আমি এটিও উল্লেখ করতে চাই যে আগামী ১ জানুয়ারি থেকে আমাদের ন্যূনতম মজুরি ১৮ শতাংশ বাড়বে। যা প্রায় সময়েই ঘটে না।‘

সম্পর্কিত পোস্ট

মতামত দিন