অর্থনীতি ডেস্ক:
রাজধানীতে আমদানি করা পেঁয়াজ ওখনও পৌঁছায়নি। তবে, এরইমধ্যে রাজধানীর বাজারে আমদানির প্রভাব পড়া শুরু হয়েছে। দুই দিনের ব্যবধানে দেশি জাতের দাম কেজিতে ২৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৭৫ টাকায়।
বেনাপোল, হিলি, ভোমরা, সোনা মসজিদ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি কার্যক্রম চলছে। গেলো ২ দিনে খামারবাড়ি থেকে চার লাখ ৩৩ হাজার টন আমদানির অনুমতি দেয়া হয়েছে।
পাইকাররা আশা করছেন, সপ্তাহখানেকের মধ্যে বিপুল পরিমাণ পেঁয়াজ চলে আসবে। দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা ২৮ থেকে ৩০ লাখ টন। চলতি বছর নিট উৎপাদন হয়েছে সাড়ে ২৪ লাখ টন। বাকি চাহিদা মেটাতে আমদানি করতে হবে। পরিবহন ও শ্রমিক খরচ এবং শুল্ক পরিশোধের পর আমদানিকারকের হাতে ভারতীয় পেঁয়াজের মূল্য দাঁড়াচ্ছে ২৭ টাকা। যা ভারতীয় বাজারে ১৪-১৫ রূপি।