হোম অর্থ ও বাণিজ্য রফতানি আয় বৃদ্ধির কারণ কী?

বাণিজ্য ডেস্ক:

বিশ্ব মন্দায় পরিমাণে কমলেও দামি পণ্যের রফতানি বাড়িয়ে আয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ। ২০২২-২৩ অর্থবছরে শুধু চট্টগ্রাম বন্দর দিয়েই ৩ লাখ ৪২ হাজার ৪১২ কোটি টাকার পণ্য রফতানি হয়েছে। যা আগের অর্থবছরের তুলনায় ২০ হাজার ৩১৫ কোটি টাকা বেশি।

বিশ্বজুড়ে অর্থনৈতিক স্থবিরতার কারণে ২০২১-২২ অর্থবছরের তুলনায় ২০২২-২৩ অর্থবছরে ৮ লাখ ২৯ হাজার ৬৪২ মেট্রিক টন পণ্য কম রফতানি করেছে বাংলাদেশ। তারপরও রেকর্ড রফতানি আয় এসেছে দেশে।

তথ্য বলছে, ২০২২-২৩ অর্থবছরে রফতানি আয় হয়েছে ৩ লাখ ৪২ হাজার ৪১২ কোটি টাকা। ২০২১-২২ অর্থ বছরে যা ছিল ৩ লাখ ২২ হাজার ৯৬ কোটি টাকা ছিলো এবং ২০২০-২১ অর্থবছরে ২ লাখ ৫০ হাজার ৬৮৪ কোটি টাকা।

রফতানি আয় বাড়ার বিষয়ে চট্টগ্রাম কাস্টম হাউজের উপ কমিশনার ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সি বলেন, ‘২০২২-২৩ অর্থবছরে প্রায় ৬ শতাংশ বেশি দামে পণ্য রফতানি হয়েছে। বাংলাদেশের পণ্যের প্রতি ক্রেতাদের চাহিদা বাড়ছে। তাই আমরা মনে করছি, আমাদের রফতানি পণ্যের মূল্য দিন দিন বাড়ছে।’

এদিকে হঠাৎ করে জুন মাসে রফতানির হার সব রেকর্ড ছাড়িয়ে যায়। এই এক মাসে শুধু ১৯টি অফডক থেকে ৭১ হাজার ৬০০ কনটেইনার ভর্তি পণ্য রফতানি হয়েছে। যা আগের মাসের তুলনায় প্রায় ৩১ হাজার কনটেইনার বেশি। এছাড়া বন্দর থেকেও সাত হাজারের বেশি কনটেইনার পণ্য বিভিন্ন দেশে রফতানি হয়েছে।

বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডা) মহাসচিব রুহুল আমিন সিকদার বিপ্লব বলেন, ‘যেখানে ২০২৩ সালে মে মাসে আমরা রফতানি করেছি মাত্র ৪৮ হাজার টিইইউএস, সেখানে জুন মাসে এসে আমরা রফতানি করেছি প্রায় ৮০ হাজার টিইইউএসের কাছাকাছি।’

বাংলাদেশের রফতানি পণ্যের মধ্যে ৮৬ শতাংশই হলো তৈরি পোশাক। ব্যবসায়ীদের দাবি, আগে বাংলাদেশের গার্মেন্টস মালিকেরা টি-শার্ট, আন্ডার গার্মেন্টসের মতো কম দামের পণ্য রফতানি করত। তবে গত অর্থ বছর বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের জ্যাকেট-ট্রাউজার রফতানি বেশি করেছে। ফলে কম পণ্য রফতানি করেও রফতানি মূল্য বেশি এসেছে।

জুনে রফতানি বাড়ার বিষয়ে সাইফ মেরিটাইম লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আবদুল্লাহ জহির বলেন, ‘ঈদের পরে দেখা যায়, অন্তত ১০ দিন কারখানাগুলো বন্ধ থাকে। তাই সেই সময়ের ভলিউম দেখা গেছে জুন মাসেই চলেই গেছে।’

বেশি মূল্যের পণ্য রফতানি বেড়ে যাওয়া বাংলাদেশের জন্য অবশ্যই একটি সুখবর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক প্রথম সহ সভাপতি নাসির উদ্দিন চৌধুরী।

অন্যদিকে চট্টগ্রাম কাস্টম হাউজ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন না করতে পারলেও ২০২২-২৩ অর্থ বছরে ৬১ হাজার ৪৬৫ কোটি টাকা আদায় করেছে।

লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হলেও গত অর্থবছরে রাজস্ব আদায়ে রেকর্ড করেছে চট্টগ্রাম কাস্টমস হাউজ। ছবি: সময় সংবাদ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে গত দুই বছর ধরে থমকে আছে বিশ্ব অর্থনীতি। যার প্রভাব পড়েছে বাংলাদেশের আমদানি-রফতানিতে। তবে ২০২২-২৩ অর্থবছরের জুন মাসে এসে রেকর্ড রফতানি করেছে বাংলাদেশ। বলা চলে, ঘুরে দাঁড়াচ্ছে বিশ্ব অর্থনীতি এবং তার সঙ্গে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের রফতানি বাণিজ্যও।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন