বাণিজ্য ডেস্ক :
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রফতানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের প্রথম মাসেই বিগত দুই বছরের প্রবৃদ্ধির হারকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ।
গত বছর যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ ৭১৫ কোটি ডলার রফতানি করেছে। ২০২০ সালের তুলনায় ‘২১ এর এই রফতানি ছিল ৩৭ শতাংশ বেশি। চলতি বছরের প্রথম মাসে সেই প্রবৃদ্ধিকেও টপকে গেছে বাংলাদেশ। কেবল জানুয়ারিতেই ৭৫ কোটি ডলারের পোশাক রফতানি করেছে বাংলাদেশ, যা বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার ৮৪০ কোটি টাকা।
ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে দেখা যায়, এ বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠানগুলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৭৫৪ কোটি ডলারের পোশাক আমদানি করেছে, যা গত বছরের জানুয়ারির তুলনায় ৩৭ শতাংশ বেশি।
এ ব্যাপারে উদ্যোক্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের বাজারে চীনের তৈরি পোশাকের চাহিদা কমে আসায়, সেই বাজার দখল করেছে বাংলাদেশ, ভিয়েতনাম, ভারত ও কম্বোডিয়ার মতো দেশগুলো।
অটেক্সার তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষ রফতানিকারক চীন আবার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে ১৯১ কোটি ডলারের পোশাক রফতানি করেছে চীন, যা গত বছরের জানুয়ারির ১২৯ কোটি ডলারের চেয়ে ৪৭ শতাংশ বেশি।
উল্লেখ্য, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে তৃতীয় শীর্ষ রফতানিকারক দেশ। বাংলাদেশের আগে ভিয়েতনাম অবস্থান করলেও চলতি বছরে দেশটির রফতানিতে প্রবৃদ্ধি খুব একটা বাড়েনি। অন্যদিকে বাংলাদেশের পরে অবস্থান করছে ভারত।
চলতি বছরের জানুয়ারিতে ভারতের রফতানির পরিমাণ ছিল ৪৪ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৩ শতাংশ বেশি। পঞ্চম স্থানে থাকা ইন্দোনেশিয়া গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে ৪৩ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি করেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৫৭ শতাংশ বেশি।