হোম আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ হচ্ছেন অ্যাসাঞ্জ!

 

আন্তর্জাতিক ডেস্ক :

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ নিয়ে একটি সিদ্ধান্ত উল্টে দিয়েছে ব্রিটিশ হাইকোর্ট।

জাতীয় প্রতিরক্ষার গোপনীয় নথি সংগ্রহ ও প্রকাশের দায়ে যুক্তরাষ্ট্র সরকার তাকে গ্রেপ্তার করতে চাচ্ছে। এবার তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে রায় দিয়েছেন ব্রিটিশ আদালত।

আফগানিস্তান ও ইরাকযুদ্ধ সংক্রান্ত কয়েক লাখ মার্কিন নথি প্রকাশ করেছিল উইকিলিকস। এর আগে তাকে যুক্তরাষ্ট্রে না পাঠাতে গত জানুয়ারিতে রায় দিয়েছিলেন ব্রিটিশ জেলা জজ ভানেসা বারেস্টার।

তিনি তখন বলেন, তাকে যুক্তরাষ্ট্রে পাঠালে নিপীড়নের ভয়ে তার আত্মহত্যার ঝুঁকি রয়েছে।-খবর স্কাই নিউজের

পরে এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন মার্কিন কর্তৃপক্ষ। গেল অক্টোবরে এ নিয়ে দুদিনব্যাপী শুনানি হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) যুক্তরাজ্যের প্রধান বিচারপতি লর্ড বুরনেট্ট ও বিচারপতি হোলরয়েড যুক্তরাষ্ট্রের পক্ষে রায় দিয়েছেন।

হাইকোর্টের সিদ্ধান্তের জবাবে জুলিয়ান অ্যাসাঞ্জের বাগদত্তা স্টেলা মোরিস বলেন, এই সিদ্ধান্তের বিরুদ্ধে যথাসম্ভব দ্রুত আমরা আবেদন করব।

রায়ের পরে আদালতের বাইরে তাকে অনেকটা আবেগ আক্রান্ত হয়ে পড়তে দেখা গেছে। তিনি বলেন, প্রত্যর্পণ আটকে দিতে আমাদের লড়াইয়ে বিজয়ের বছরখানেক পর আবার আমাকে এখানে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে।

গেল আড়াই বছর ধরে তিনি বেলমার্শ কারাগারে আটক আছেন। ২০১০ সালের ৭ ডিসেম্বর থেকে তাকে বিভিন্নভাবে আটক রাখা হয়েছে। কিন্তু এটা আর কতদিন চলবে?

স্টেলা বলেন, আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস। কী লজ্জার! কতটা হতাশার! আজই এমন একটি সিদ্ধান্ত এসেছে। যুদ্ধাপরাধ ও সিআইএ’র হত্যা মিশন নিয়ে গেল পঞ্চাশ বছরে সবচেয়ে বেশি সত্যপ্রকাশকারী আর যুক্তরাজ্যের কারাগারে। আজ সিআইএ’র হত্যাকারীরা জুলিয়ান অ্যাসাঞ্জকেও নিশানা করেছে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন