মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাটে শনিবার(৬জুন) মাধ্যমিক শিক্ষকদের অংশগ্রহনে ৬দিন ব্যাপি, ৪৪তম স্যাটেলাইট ট্রেনিং কোর্স অন টিচার্স প্রফেশনাল ডেভেলপমেন্ট কর্মশালা উদ্বোধন করা হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি(নায়েম) এর আয়োজনে, শনিবার(৬জুন) সকালে, উপজেলা সদরের শহীদ হেমায়েত উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে উক্ত কর্মশালা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা ।
কর্মশালা উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন নায়েম এর উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ কামরুন্নেসা।
আরও উপস্থিত ছিলেন মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উক্ত বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্য মোহাম্মাদ আলী মোহন, একাডেমিক সুপার ভাইজার রামপদ বিশ্বাস, প্রধান শিক্ষক উম্মে হামিমাসহ নায়েম এর অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
সভাপতি তার বক্তব্যে বলেন শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর। শিক্ষকদের আধুনিক ও সময়োপযোগি পাঠদানের জন্য প্রশিক্ষনের কোন বিকল্প নেই। তাদের প্রতিদিন আপডেট থাকতে হবে।
সাহিত্য, সাংস্কৃতিসহ প্রতিদিন চারিপাশে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে জানতে হবে, একজন ছাত্র তার শিক্ষকের সকল গুনাবলী ধারন করতে চেষ্টা করে। শিক্ষার মান উন্নয়নে সমন্বিত পাঠদান পদ্ধতি চালু করা প্রয়োজন। ৬দিন ব্যাপি এ প্রশিক্ষন শেষে শিক্ষকদের জ্ঞানের পরিধি আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।