হোম অন্যান্যসারাদেশ মাগুরায় সড়ক দুর্ঘটনায় বিদ্যুৎ শ্রমিক নিহত, আহত ৫

মাগুরা অফিস :

মাগুরা-ফরিদপুর সড়কের রামনগর এলাকায় রবিবার (৬ জুন) যাত্রীবাহী বাসের ধাক্কায় জামাল সর্দার (২৫ ) নামে এক পল্লী বিদ্যুৎ শ্রমিক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে পল্লী বিদ্যুতের আরো ৫ শ্রমিক। হতাহতরা একটি নসিমনযোগে তাদের কর্মস্থলে যাচ্ছিলেন।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, একটি নসিমনযোগে মাগুরা থেকে কিছু বিদ্যুৎ শ্রমিক দৈনন্দিন কাজে শ্রীপুরের ঘসিয়াল গ্রামে যাচ্ছিল।

নসিমনটি মাগুরা-ফরিদপুর সড়কের রামনগর এলাকায় পৌঁছলে মাগুরা থেকে ফরিদপুরমুখি একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে এটিকে ধাক্কা দেয়।

এ সময় ঘটনাস্থলে জামাল সর্দার (২৫ ) নামে ওই শ্রমিক নসিমন থেকে ছিকটে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় নসিমনে থাকা আরো ৫ শ্রমিক। তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জামাল যশোরের কেশবপুর উপজেলার বুড়িহাটি গ্রামের এনায়েত সদ্দারের ছেলে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন