মাগুরা অফিস :
মাগুরায় সাংস্কৃতিককর্মীদের অংশ গ্রহনে দিনব্যাপী করোনা ভাইরাস ও যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সম্মেলন কক্ষে নাটাব মাগুরা শাখার আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। নাটাব মাগুরা শাখার সভাপতি ডাক্তার বাবুল রশিদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার স্বপন কুমার কুন্ডু।
নাটাবের ফিল্ড সুপারভাইজার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটাব মাগুরার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক খান মাজহারুল হক, শফিকুল ইসলাম শফিক ও বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ। সেমিনারে জেলার ৩০ জন সাংস্কৃতিককর্মী অংশ গ্রহণ করেন।
