হোম অর্থ ও বাণিজ্য ‘বিলাসবহুল পণ্যের আমদানি নিয়ন্ত্রণ করা হবে’

বাণিজ্য ডেস্ক :

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বিলাসবহুল পণ্যের আমদানি নিয়ন্ত্রণ করা হবে।

বুধবার (২০ এপ্রিল) অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, সবসময় আমদানি নিয়ন্ত্রণের পদক্ষেপ নেওয়া হয়। আমদানি তো নিয়ন্ত্রণ করতেই হবে, এটি উন্মুক্ত নয়।

তিনি আরও বলেন, সরকার শিল্পে কাজে লাগে এমন পণ্য এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি নিয়ন্ত্রণ করে না। এগুলো পাবলিক ও প্রাইভেট খাত নিয়ন্ত্রণ করে।

সরকারি বা বেসরকারি খাতে বিলাসবহুল পণ্যের আমদানি নিয়ন্ত্রণ করা হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, অভ্যন্তরীণ দুর্বলতার জন্য বিলাসবহুল সামগ্রী নিয়ন্ত্রণ করা হবে। যখন অতিরিক্ত দুর্বলতা থাকবে না বা আন্তর্জাতিক বাজারে কোনো বিপজ্জনক কারণ থাকবে না, পরিস্থিতি স্বাভাবিক থাকবে তখন এসব পণ্য আমদানির অনুমতি দেওয়া হবে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন