হোম অন্যান্যসারাদেশ বাজেট নিয়ে কিছু কথা : আকারের দিকে যুক্তরাষ্ট্র শীর্ষে, বাংলাদেশ ৬৪তম

বাজেট নিয়ে কিছু কথা : আকারের দিকে যুক্তরাষ্ট্র শীর্ষে, বাংলাদেশ ৬৪তম

কর্তৃক
০ মন্তব্য 91 ভিউজ

খুলনা অফিস :
বাজেটের আকারের দিক থেকে বাংলাদেশ বিশ্বে ৬৪তম। আইএমএফের তথ্য অনুযায়ী, বাজেটের আকারের দিক দিয়ে শীর্ষস্থানে আছে যুক্তরাষ্ট্র। এরপর চীন। ২০১৮ অর্থ বছরে যুক্তরাষ্ট্রের বাজেটের আকার ছিল ৬ লাখ ৮০ হাজার ৭১৬ কোটি মার্কিন ডলার। অন্যদিকে চীনের ছিল ৩ লাখ ৭৮ হাজার ৭১৪ কোটি টাকা। আর বাংলাদেশের ২০১৭-১৮ বাজেটের আকার ছিল ৩ হাজার ৯৩১ কোটি মার্কিন ডলার। যদিও বাংলাদেশের বাজেটের আকার বর্তমানে অনেক বড় হয়েছে। যুক্তরাষ্ট্রের বাজেটের অন্যতম দিক হল ‘ শাট ডাউন’। বাজেট পাশের অচলাবস্থাকেই এই নামে ডাকা হয়। এর ফলে সরকারি সেবা খাত বন্ধ হয়ে যায়। আটকে যায় সরকারি কর্মকর্তা- কর্মচারিদের বেতন-ভাতা। ১৯৯৫ সালে রেকর্ড ২১ দিন এমন পরিস্থিতি ছিল।
বাজেটের আকারে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে জার্মানি, জাপান, ফ্রান্স ও যুক্তরাজ্য। জার্মানির বাজেটের আকার ১ লাখ ৯০ হাজার কোটি ডলার, জাপানের ১ লাখ ৮৮ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার, ফ্রান্সের ১ লাখ ৪১ হাজার ২০০ কোটি ডলার, যুক্তরাজ্যের ১ লাখ ১২ হাজার কোটি ডলার। ৯২ হাজার ৭৮০ কোটি ডলারের বাজেট নিয়ে এ তালিকায় সপ্তম স্থানে রয়েছে ইতালি। অষ্টম স্থানে থাকা ব্রাজিলের বাজেটের আকার ৭৭ হাজার ৯৫৩ কোটি ডলার। ৭২ হাজার ৫০৫ কোটি ডলারের বাজেট নিয়ে তালিকায় ভারতের অবস্থান নবম। কানাডার বাজেটের আকার ৬৫ হাজার ৭৪০ কোটি ডলার। দেশটির অবস্থান দশম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাজেটের আকারে বাংলাদেশের উপরে রয়েছে ভারত আর পাকিস্তান । ৫ হাজার ৯২৪ কোটি ডলারের বাজেট নিয়ে পাকিস্তানের অবস্থান ৫৪তম।
বাংলাদেশে আয়, ব্যয় আর ঘাটতি দিয়ে বাজেট বোঝানো হয়। যুক্তরাষ্ট্রের বাজেটে রাজস্ব আয়, রাজস্ব আয় ব্যয়, বৈদেশিক বাজেট ও ঘাটতি বাজেট এ চারটি অংশ থাকে। তারা বাজেটে জনগণের জন্য ভর্তুকিগুলো নিবিড়ভাবে তুলে ধরে। ইদানিং তারা নিজ দেশে বিদেশি নাগরিক ও বিদেশে কর্মরত দেশি নাগরিকদের বিষয় তুলে ধরে। যুক্তরাজ্য, নরওয়ে, সুইডেন একই ধরনের বাজেট তৈরি করে।
বাজেটের সাথে অর্থবছর সরাসরি সম্পৃক্ত। বিশ্বের প্রায় ১৫৪ টি দেশে অর্থবছর শুরু হয় ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী। এ ছাড়া জুলাই মাসেও অনেক দেশে অর্থবছর শুরু হয়। পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশের অর্থবছর শুরু হয় ১ লা জুলাই। চীন, ব্রাজিল, ইউএই, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, স্পেন, রাশিয়া, সুইডেনে অর্থবছর শুরু হয় ১লা জানুয়ারি আর শেষ হয় ৩০ ডিসেম্বর। ভারত, হংকং, যুক্তরাজ্য, কানাডা এবং দক্ষিণ আফ্রিকায় অর্থবছর শুরু হয় ১লা এপ্রিল আর শেষ হয় ৩১ মার্চ। যুক্তরাষ্ট্র, কোস্টারিকা ও থ্যাইল্যান্ডে অর্থবছর শুরু হয় ১ অক্টোবর আর শেষ হয় ৩০ সেপ্টেম্বর। কোনো কোনো দেশ যেমন – নেপাল( ১৬ জুলাই -১৫ জুলাই), ইরান (২১ মার্চ- ২০ মার্চ), ইথিওপিয়া (৮ জুলাই -৭ জুলাই) মাসের মধ্যবর্তী তারিখে অর্থবছর শুরু হয়ে থাকে। ইরানের অর্থবছর হিজরি সন অনুসারে হয়ে থাকে। আর নেপালে অর্থবছর বিক্রম ক্যালেন্ডার অনুসরণ করে।
সাধারণত সরকারি হিসাব- নিকাশের সুবিধার্থে অর্থবছর নির্ধারণ করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন