যশোর অফিস :
যশোরের বাঘারপাড়া পৌর নির্বাচনে শাসক দলের নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে সন্ত্রাসী ও নির্যাতনের অভিযোগ করেছেন, বিএনপির সমর্থিত ধানের শীর্ষ প্রতীকের প্রাথী আব্দুল হাই মনা বিশ্বাস। আজ বুধবার বিকালে যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, উপজেলার বিভিন্ন এলাকা থেকে সন্ত্রাসীদের জড়ো করে পৌর শহরে রামরাজত্ব কয়েম করেছেন, নৌকা প্রতীকের প্রার্থী কামরুজ্জামান বাচ্চু।
বিএনপির কর্মী সমর্থকদের বাড়ি বাড়িতে গিয়ে হামলা করা হচ্ছে। ভাংচুর চালানো হচ্ছে। প্রশাসনকে অভিযোগ করেও কোন ফল পাচ্ছেন না। ইতিমধ্যে ২০ থেকে ২৫ জনের বাড়িতে এভাবে হামলা চালানো হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুল হাই মনা বিশ্বাস, জেলা বিএনপি সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিএনপির নেতৃবৃন্দ। আগামী ১৪ ফেব্রæয়ারি বাঘারপাড়া পৌর সভার নির্বাচন।
s
