স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপ ইতিহাসে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এতদিন সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ডটি ছিল বাংলাদেশের। দুই যুগ আগের সে বাজে রেকর্ড থেকে এবার মুক্তি মিলল টাইগারদের। চলতি বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। তাতে ৫০ ওভারের বিশ্ব আসরে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সর্বনিম্ন দলীয় সংগ্রহের নতুন রেকর্ডে নাম লিখিয়েছে লঙ্কানরা।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার (২ নভেম্বর) ১২তম বিশ্ব আসরের রাউন্ড রবিন লিগের ৩৩তম ম্যাচে মুখোমুখি হয় ভারত ও শ্রীলঙ্কা।
এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুভমান গিল, বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের ৮০-উর্ধ্ব ইনিংসে ভর করে ৮ উইকেট হারিয়ে ৩৫৭ রানের বড় সংগ্রহ পায় ভারত। জবাব দিতে নেমে মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজের বোলিং তোপে ১৯.৪ ওভারে মাত্র ৫৫ রানেই গুটিয়ে যায় লঙ্কানরা।
তাতে বিশ্বকাপ ইতিহাসে অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দল হিসেবে ৩০০ বা তার বেশি রানের জয়ের কীর্তি গড়ে ভারত। অন্যদিকে লজ্জার রেকর্ডে নাম লেখায় শ্রীলঙ্কা। বিশ্ব আসরে এতদিন টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সর্বনিম্ন রানে অল আউট হওয়ার রেকর্ডটি ছিল বাংলাদেশের। ২০১১ সালের বিশ্বকাপে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৫৮ রানে অল আউট হয়েছিল টাইগাররা। ৫৫ রানে অল আউট হয়ে যেটা এখন দখলে নিয়েছে লঙ্কানরা।
তাতে নিজেদের ৪৮ বছর আগের লজ্জার রেকর্ডটিতেও নতুন রূপ দিয়েছে শ্রীলঙ্কা। বিশ্বকাপ শুরুর প্রথম আসরে ১৯৭৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৮৬ রানে অল আউট হয়েছিল তারা। বিশ্ব আসরে এটিই এতদিন তাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ ছিল।
এদিকে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সর্বনিম্ন দলীয় সংগ্রহ ৫৫ রান হলেও বিশ্বকাপের ইতিহাসে এটিই সর্বনিম্ন রানে অল আউট হওয়ার নজির নয়। ২০০৩ সালে মাত্র ৩৬ রানে অল আউট হয়ে লজ্জার বিশ্ব রেকর্ড গড়েছিল কানাডা। সে রেকর্ডে অবশ্য নাম আছে শ্রীলঙ্কারও। তারাই কানাডাকে এত অল্প রানে গুটিয়ে দিয়েছিল।
বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রানের মালিক যৌথভাবে কানাডা ও নামিবিয়া। ১৯৭৯ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কানাডা আর ২০০৩ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামিবিয়া ৪৫ রানে অল আউট হয়েছিল। শ্রীলঙ্কা আছে তালিকার চারে আর বাংলাদেশ পাঁচে।