নিজস্ব প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বীর মুক্তি যোদ্ধারা। জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে রোববার দুপুরে শহরের পাওয়ার হাউজের সামনে উক্ত মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারাফ হোসেন মশুর, সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. আব্দুল বারী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা হাসানুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা বি এম আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি প্রমূখ ।
বক্তারা এ সময় জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের সাথে জড়িত ও মদদদাতা মৌলবাদী গোষ্ঠীর দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।
s